আগাম সতর্কবার্তা জেলা প্রশাসনের। আজ পূর্নিমার চাদে ও ভরা কোটাল সমুদ্র জল, ৬,ফুট, উপর দিয়ে প্রবাহিত হতে পারে সুন্দর বন নদী ও জঙ্গল ঘেরা বিভিন্ন এলাকা। এই বিষয়ে আগাম সতর্কবার্তা জারি করেছে সুন্দর বন জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিদের্শ এ ঔ গভীর সুন্দর বন এলাকায় রয়েছে পশ্চিম বাংলার সুন্দর বন উন্নয়ন দপ্তর এর মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি নিজেই সুন্দর বন এলাকার সাগর কেন্দ্র এর বিধায়ক ও রাজ্যের মন্ত্রী। গত কয়েক মাস আগে বঙ্গোপসাগরে উপর দিয়ে প্রবাহিত হয়েছে যশ ঘূর্ণিঝড় ও ঘন বৃষ্টি। যার প্রভাবে তছনছ হয়ে যায় গোটা সুন্দর বন এলাকায়। বহু নদীর বাধ ভেঙে সুন্দর বন এলাকায় ঘরবাড়ি বুলিসাৎ করে দেয়। বাচার জন্য সাধারণ মানুষের কাছে উচ্ছ রাস্তা ও সরকারি প্রাথমিক ও সরকারি কলেজ স্হান নেয়। সেই সঙ্গে কোথাও কোথাও সাধারণ মানুষ ঠাই নেয় উচ্ছ রাস্তার পাশে। সরকারি সাহায্য নিয়ে এখনো তারা বাচার জন্য চেষ্টা করছেন। তার উপর ফের ভরা কোটাল এ সমুদ্র এর নোনা জল গভীর সুন্দর বন এলাকায় প্রবেশ করে সব শেষ করে দেবে। এই নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। গত এক মাস ধরে পশ্চিম বাংলার সুন্দর বন উন্নয়ন দপ্তর এর মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে সুন্দর বন এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরছেন সাধারণ মানুষ এর ক্ষয়ক্ষতি দেখতে। তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিদের্শ মত সব কাজ করছেন। সেই সঙ্গে সাধারণ মানুষ এর পাশে দাঁড়িয়ে তাদের দুর্যোগের কথা শুনছেন। তা তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানিয়ে যুদ্ধ কালিন তৎপরতায় ত্রাণ ও সরকারি সাহায্য করতে সাহায্য করছেন। এর আগে যশ ঘূর্ণিঝড় এর ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে জন্য হাত বাড়িয়ে দেয় বিভিন্ন এলাকার এন জি ও। এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও সুন্দর বন জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ ও বারুইপুর জেলা মহিলা পুলিশ।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।