অতিবৃষ্টি ও গতকাল থেকে নাগাড়ে বৃষ্টির কারণে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন এলাকায় জলের তলায় ডুবে গেছে। ভেঙে পড়েছে যান ও পরিবহন ব্যবস্থা। উদ্ধার কাজে নেমে পড়েছে কলকাতা পৌরসভার মেয়র ও রাজ্যে পরিবহন মন্ত্রী জনাব ফিরাদ ববি হাকিম। তিনি জল পাশ করার জন্য প্রতিটি ইউনিটের কাছে খবর দিয়েছে। যাতে পাম্পের সাহায্য নিয়ে অতিরিক্ত জল গঙ্গায় ফেলে দেওয়া যায়। কলকাতার বন্যা পরিস্থিতিতে খবর নিয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন এলাকায় বসবাস কারি মানুষের। নামানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যদের। কলকাতার আমাইস্ট্রিট, চৌরঙ্গী, পার্কস্ট্রিট ও পার্কসার্কাস ও মাওলালী শিয়ালদহ, গড়িয়াহাট সহ কলকাতার পাশে সোনারপুর ও বারুইপুর এর এর বিভিন্ন এলাকায় বসবাস কারী মানুষের ঘরের মধ্যে এবং দোকান ও অফিসের মধ্যে জল ডুকে পড়েছে। রাস্তায় জল জমাট বাঁধার কারণ এ সাধারণ মানুষের ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছেন। দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে প্রশাসন পক্ষ থেকে বিপদগ্রস্ত মানুষের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। গঙ্গা নদীর তীরে অবস্থিত বসবাস কারী মানুষের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। এখনো অবিরাম বৃষ্টিপাত হয়ে চলেছে। ভাসতে পারে গোটা কলকাতা।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।