পশ্চিম বাংলা ও মেঘালয় এবং ত্রিপুরা ও অসম ব্যাপক বৃষ্টির কারণে সব নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার প্রভাব প্রতি বছর ন্যায় ও এ বছর পড়তে চলেছে অসমের গুহাটির সঙ্ঘ লঙ্ঘন ভারতের ও এশিয়ার বিরল প্রজাতির গান্ডার এর বাসভূমি অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যের উপর। প্রতি বছর ন্যায় এবছর শাখা নদীর জলধারা উপচে এসে পড়ছে অসমের বৃহত্তম নদী ব্রম্ম পুত্রের উপর। ঔই জল প্রবাহিত হয়ে ভাসিয়ে দেয় অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যের। যার ফলে কাজিরাঙ্গা অভয়ারণ্যের জীবজন্তুর উপর প্রভাব ফেলে দেয়। যায় মধ্যে পৃথিবীর বিখ্যাত দুই শিঙ ওলা গন্ডার ও হাতি বাঘ চিতা এবং সম্বর হরিণ। এবং বিভিন্ন ধরনের জীবজন্তুর উপর। এই কাজিরাঙ্গা অভয়ারণ্যের প্রায় আড়াই হাজার ধরনের প্রজাতির পাখি। যারা বিপদের সম্মুখীন। তবে স্হানীয় মানুষ ও অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যের জীবজন্তুর উপর নজরদারি রক্ষীরা সদা সতর্ক থাকতে দেখা গেছে। তাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে চেষ্টা করবে কাজিরাঙ্গা অভয়ারণ্যের জীবজন্তুর। সেই সঙ্গে প্রতি বছর ন্যায় এবছর সরকার কর্তৃক পরিচালিত রক্ষী ও স্হানীয় বনরক্ষী জীবজন্তুর উপর নজর রাখছেন তাদের রক্ষা করার জন্য। অসম রাজ্যের বন বিভাগের সদস্যরা ইতিমধ্যে কাজিরাঙ্গা অভয়ারণ্যের মধ্যে ঢুকে পড়ে দেখছেন কোন জীবজন্তুর সমস্যা দেখা যাচ্ছে কি না। অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তারা জীবজন্তুর রক্ষা করে নিয়ে এসে সেবা করে আবার বনের মধ্যে ফিরিয়ে দেবার চেষ্টা করছেন।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।