মোঃ নাছির আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভূনবী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর অন্তর্ভূক্ত ঐতিহ্যবাহী নতুন বাজার খেলার মাঠের বেহাল দশা ও বেদখলে হারাতে চলছে সকলের প্রিয় ও সু পরিচিত খেলার মাঠ টি।
এলাকার সেই শৈশবের খেলার মাঠের যখন বেহাল দশা তখন কয়েক জন ক্রীরা প্রেমী এগিয়ে আসেন স্বেচ্ছায়,
তাদের ব্যক্তি উদ্যোগে জনপ্রতিনিধিদের দ্বার হয়ে এবং সহযোগিতার অনুপ্রেরনা পেয়ে ১৯ জুন রোজ শনিবার নতুন বাজার খেলার মাঠে একে একে উপস্থিত হতে থাকেন জনপ্রতিনিধি, ক্রীরা প্রেমী সহ স্থানীয় জনগণ,সকলের কন্ঠে উঠে আসে শৈশবের সৃতিচারণ সকলের দাবী একটাই ফিরে পেতে চায় খেলার একমাত্র মাঠ টি।
এমন মহতী উদ্বোগ নেন সমাজসেবক ও অন্যায়ের প্রতিবাদী মোঃ নানু মিয়া,যুবলীগ নেতা ও শিক্ষানুরাগী মোঃ বদরুল আলম শিপলু, বিশিষ্ট মুরব্বি আব্দুল আলীসহ আরো কয়েক জন।
মাঠ পূ্নরায় খেলার উপযোগী করতে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২নং ভূনবী ইপির চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,বিশিষ্ট মোরব্বি মধু মিয়া,সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক পরিক্রমা পত্রিকার সম্পাদক এম ইদরিছ আলী, মোঃ মাসুদ মেম্বার,বদরুল ইসলাম বকুল মেম্বার,মোছাঃ মিনারা বেগম মহিলা কাউন্সিলার ২ নং ভূনবী ইউপি,সোলেমান মিয়া,আব্দুস ছোবহান,আলী আল মাহমুদ বাবলু,সহ স্থানীয় মুরব্বি ও যুব সমাজ।