মোঃ জহুরুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক
দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
নিউজ ডেস্কঃ
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুর্বজুয়ন্তী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচি ২০২১ উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া জেলা আনছার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমানের আজ সভাপতিত্বে ২২ জুন মঙ্গলবার সকাল ১১ টায় সময় গাছের চারা রোপন ও বিতরন কর্মসূচির উব্দোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কর্মকর্তা সদর শহিদুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষক সদর বিপ্লব হোসেন। জেলার প্রতিটি গ্রামে ২ টি করে ০৬ টি উপজেলায় ২০১৪ টি ফলজ,বনোজ,ঔষুধী গাছের চারা বিতরন করে একটি বিশেষ নজির স্থাপন করেছেন কমান্ড্যান্ট সোহেলুর রহমান। এ সময় জেলা কমান্ড্যান্ট জনাব সোহেলুর রহমান বলেন,সারা দেশে এখন কোভিড–১৯ মহামারি চলছে। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ঘিরে জেলার প্রতিটি গ্রামে গাছের চারা রোপণ ও বিতরণের কর্মসূচি চলছে । তা ছাড়া যথাযথভাবে এক কোটি গাছের চারা রোপণ ও বিতরণ খুব সহজ কাজও নয়। আমাদের প্রত্যাশা, কাজটি অতীতের মতো দায়সারা ধরনের হবে না। কারণ, এর সঙ্গে বঙ্গবন্ধুর নামটি জড়িয়ে আছে। কাজটি আরও ভালোভাবে সম্পন্ন করার জন্য ২০২১ সালকেও কাজে লাগানো যেতে পারে। মৌসুম শেষে বাকি গাছগুলো আগামী বছর রোপণের জন্য সংরক্ষণ করা উচিত। তার সঙ্গে অবশ্যই থাকবে জাতীয় পর্যায়ের পরিকল্পনা ও পরিচর্যার বিষয়টি। কারণ, পরিচর্যাহীন এক কোটি গাছের চারা প্রকৃতির জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপও হয়ে উঠতে পারে।