স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতোন কাঠী গ্রামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীর ভাই জানায় আমারা খুব গরীব আমার মা মানুষের বাড়িতে কাজ করে ও কোন রকম শ্রম বিক্রয় করে সংসার চালাই। ঘটনার দিন আমার মা কাজে যায়। সেই সুযোগে খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতোন কাঠী গ্রমের শেখ আমজেদ হোসেনের ছেলে রকি দুপুরে আমার মা ডাকে বলে হান্নানের বাড়িতে নিয়ে যায়। কিছু বোঝার আগে রকি তাকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। পারে আমার বোনের চিতকারে পাশ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনা টি পাইকগাছা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্হানে এসে আলামত জব্দ করে এবং আমার বোন কে মেডিকেল করানোর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় কিন্তু পুলিশ তাকে পরীক্ষা আবার ফেরত আনে এবং আমাকে বলে আপনার বোন পরীক্ষা করাতে রাজী হয়নি। পারে আমি পুনরায় আমার নাবালিকা বোনকে নিয়ে পরীক্ষা করানোর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এবিষয়ে পুলিশ আমাকে কোন প্রকার সহযোগিতা না করে আমাকে নাজেহাল করছে। আসামি পক্ষ অনেক শক্তিশালী হওয়ায় আমি কারো সহযোগিতা পাচ্ছিনা। প্রশাসনের নানাভাবে তালবাহানা করে আলামত নষ্ট করার চেষ্টা করেছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার বিচার চাই এবং আমার বোনের ডিএনএ পরীক্ষার দবী জানাই।