বিশ্বজিৎ চন্দ্র সরকার – জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা NPS.ন্যাশনাল প্রেস সোসাইটির ১৬ তম প্রঠিষ্ঠা বার্ষিকী আজ,০২-০৯-২০১৩ ইং.উপলক্ষে গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব- মাহবুবুল ইসলাম মহোদয় এর দিক নির্দেশনায় এ অনুষ্ঠান টি আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার এর নেতৃত্বে ২ সেপ্টেম্বর বিকাল ৫.০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলা কার্যালয়ে জেলা উপজেলা সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান টি শুরু করা হয় পবিত্র কোরয়ান তেলওয়াত এবং পবিত্র গীতা পাঠের মাধ্যমে।
পবিত্র কোরয়ান থেকে তেলওয়াত করেন মোসাম্মাত ফেরদৌসী আকতারী সদস্য গোপালগঞ্জ জেলা কমিটি ও পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন রীনা রয় বল্লভ সদস্য গোপালগঞ্জ জেলা কমিটি। উক্ত অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে বিভিন্ন সাংগঠনিক মত বিনিময় করা হয়।এবং সংগঠনের নতুন সদস্যদের কে সংস্থার পরিচয় পত্র পড়িয়ে দিয়ে ও ফুলের শুভেচ্ছা জানিয়ে কমিটিতে বরন করে নেওয়া হয়। এসময়ে নতুন সদস্যগন তাদের অনুভূতি ব্যাক্ত করেন।
অতপর গোপালগঞ্জ জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার সকলকে সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী মানবাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন এবং দিক নির্দেশনা দেন।
উপস্থিত সকলে দোয়া মোনাজাত করেন এবং সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মাহবুবুল ইসলাম এবং সম্মানিত মহাসচিব শারমিনা মাহবুবুল সহ কেন্দ্রীয় কমিটি ও এনপিএস পরিবারের সকলের জন্য মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা জাননো হয়।
সর্বশেষ মিষ্টিমুখ করার মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত করা হয়।