মনোয়ার ইমামঃ
চাই বিচারবিভাগীয় তদন্ত, অধীর রঞ্জন চৌধুরী। কলিকাতায় পুলিশের নাকের ডগায় ও পশ্চিম বাংলার মন্ত্রী ও আমলা এবং পুলিশের কর্মকর্তাদের সাথে মিলেমিশে কি ভাবে হাজার হাজার মানুষ ভূয়া ভ্যাকসিন দিয়ে জীবনের সাথে খেলা করল, ভ্যাকসিন কান্ডের প্রতারক শ্রী দেবারন্জ দেব। তার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রকৃত ঘটনার বিবরণ দিয়ে প্রেস রিলিজ করতে অনুরোধ করেন, ভারতের লোকসভার সংসদ ও বিরোধী দলের নেতা এবং পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি ও বহরমপুর এর এম পি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন দিনের পর দিন এতগুলো পশ্চিম বাংলার মন্ত্রী এবং আমলাদের সামনে রেখে ভূয়া ভ্যাকসিন কারবার চালিয়ে গেল তার বোধগম্য হচ্ছে না। শুধু তাই নয় দেব রন্ধন দেব নিজেকে কি ভাবে একজন আই এ এস অফিসার ও এবং কলকাতা পৌরসংস্থার যুগ্ম কমিশনার হিসেবে তুলে ধরলেন তা বোঝা যাচ্ছে না। তার সাথে পশ্চিম বাংলার মন্ত্রী জনাব ফিরাদ ববি হাকিম কে ও দুই তিনজন তৃনমূল দলের এম পি এবং সোনারপুর এর এক বিধায়ক কে দেব রন্ধন দেব নামে বাহবা শুনাতে হল তার তদন্ত হওয়ার দরকার। এই ভ্যাকসিন কান্ডের প্রতারক চক্র কি ভাবে দিনের পর দিন এতগুলো মানুষের সঙ্গে প্রতরণা করল এবং সাধারণ মানুষের মধ্যে জাল ভ্যাকসিন দিয়ে জীবনের সাথে ছিনিমিনি করল এর দায় তো শাসক দলের মন্ত্রী ও নেতাদের নিতে হবে। কলকাতা লালবাজার এর ডি সি ডিডি শ্রী শৌকত ঘোষ নেতৃত্বে তদন্ত চলছে। তবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার কলকাতা পুলিশের নগরপাল শ্রী সৌমেন মিত্র আই পি এস কে জানিয়েছেন ভ্যাকসিন কান্ডের প্রতারক দেব রন্ধন দেব বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নিদের্শ দিয়েছেন। এবং তার বিরুদ্ধে অনিচ্ছা কৃত খুনের মামলা দায়ের করার নির্দেশ দেন। তবে দেব রন্ধন দেব কি ভাবে নীল বাতি গাড়ি ব্যবহার করল এবং কি ভাবে দিনের পর দিন কলকাতা পৌরসংস্থার যুগ্ম কমিশনার হিসেবে লোগো গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়াল এবং তার সঙ্গে কার কার যোগাযোগ আছে তা খুজে বের করার জন্য নিদের্শ দিয়েছেন। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী চান ভ্যাকসিন কান্ডের প্রতারক দেব রন্ধন দেব বিরুদ্ধে সি আই ডি ও সিবিআই তদন্ত নয়। প্রকৃত ঘটনা সত্য প্রকাশ্যেই আনতে চাই বিচার বিভাগীয় তদন্ত। তার দাবি সাধারণ মানুষের ভূয়া ভ্যাকসিন দিয়ে খুনের চেষ্টা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন। আজ মালদহ জেলার ভারতের জাতীয় কংগ্রেস একটি সাধারণ সভায় উপস্থিত গনমাধ্যম কাছে কাছে তার বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে তাঁর দাবি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন ঘটনার প্রকৃত বিবরণ দিয়ে সাধারণ মানুষের কাছে শ্বেত পত্র প্রকাশ করেন।। কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।