আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ
টঙ্গীত চিহ্নিত মাদক ব্যবসায়ী সাতাইশ এলাকার পরানের ৩ তিন সহযোগী মিন্টু মিয়া (১৯) আল আমিন (১৭) আবদুল্লা ( ১৮) কে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ এলাকাবাসী আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা একটি, ১ টি সুইচ গিয়ার , ১ টি চাপাতি, ২ টি মোবাইল ফোন উদ্ধার করে। এলাকা বাসি জানান দীর্ঘদিন যাবৎ তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পরান,মজনু,ও গুজা ইউনুসের সহযোগী হিসেবে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট। এলাকা বাসি আরো জানান,গত কিছু দিন আগে মজনুকে মাদক সহ পুলিশ গ্রেফতার করে, সে বর্তমানে জেল হাজতে আছে, আর গুজা ইউনুসকে ২ দিন আগে এলাকা বাসি মাদক সহ আটক করে পুলিশকে দিয়েছে,। আর আজ মঙ্গলবার রাত ১১টায় সাতাইস মুরব্বি মুরুব্বী মার্কেট মাতৃছায়া স্কুলের সামনে থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেনের সহ যোগিতায় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাইদুল, ও ছাএলীগ নেতা নাহিম খান তাদেরকে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে আটক করে,।পরে তাদের দেহ তল্লাশি করে ১ টি সুইস গিয়ার, ১ টি চাপাতি, ১০ পিচ ইয়াবা,২ টি মোবাইল ফোন সহ তাদের আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে খবর দিলে এস আই কাজী নেওয়াজ গঠনা স্থলে থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়,
উল্লেখ আবদুল্লাহ ইতি পুরে পৃথক পৃথক মাদক ও অস্ত্র মামলায়,২ টি মামলায় জেল থেকে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে, আটক কৃতরা বলেন আমরা পরানের মাল রোজ হাজিরায় / কমিশনে বিক্রি করি।