সাজিদ ইমরান, ফেনী জিলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী (বিপিএম,পিপিএম)সাহেবের বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ
জনাব মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া – এর সার্বিক তত্বাবধানে এসআই- নুরুল হক এর নেতৃত্বে এসআই- মোঃ শাখাওয়াত হোসেন,এএসআই- মোঃ মতিউর রহমান, এএসআই-
মোঃ সামছুদ্দোহা রাসেল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮/০৬/২০২১ ইং তারিখ ০২ঃ২৫ ঘটিকার ফেণী মডেল থানাধীন পাঁচগাছিয়া ইউপিস্থ নগরকান্দি গ্রামের আমির হোসেনের বাড়ির পিছনে অভিযান পরিচালনা করে।
(১).মোঃ জাহাঙ্গীর আলম প্রঃ মুন্না (৪৫), পিতাঃ মৃত হাজী আব্দুস ছোবাহান, মাতাঃ আয়েশা বেগম,সাংঃ হিরিআইস,থানাঃ নাঙ্গলকোট,জেলাঃ কুমিল্লা,২.মোঃ আমির হোসেন(৩৪),পিতাঃ মৃত মোঃ চৌধুরী,মাতাঃ খতিজা বেগম,সাংঃ কাদিলপুর,থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালী,৩.সুমন(২৬),পিতাঃ মৃত আবুল হোসেন,মাতাঃ রোকেয়া বেগম,থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালী,৪.মোঃ রিদন(২১),পিতাঃ আবুল কাশেম,মাতাঃ রোকেয়া বেগম,সাংঃ কাদিরপুর,থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালী,৫.মোঃ ইব্রাহিম সর্দার(২২),পিতাঃ হাশেম সর্দার,মাতাঃ রুবি বেগম,সাংঃ ফয়েজ লেক
,থানাঃ আকবরশাহ্, সিএমপি,৬.মোঃ পারভেজ(২৫),পিতাঃমোঃ মমিন হোসেন,মাতাঃ আনোয়ারা বেগম,সাংঃ কাদিরপুর,থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালী দেরকে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে ০২টি ছোরা,০২টি চাপাতি,০২টি লোহার রড উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।
©ডিবি ফেনী