শাহ আলম ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশাল মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের সৈয়দ ভাকুরী এলাকায় এ মশাল মিছিল বের করে যুবদল,স্বেচ্ছাসেবক দল,ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
১৫৩,ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র নির্দেশনা মশাল মিছিল হয়। মশাল বিক্ষোভ মিছিলে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উওর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত (সদস্য সচিব) কামাল হোসেন সরকারের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে মিছিল বের করে। মিছিল শেষে যুবদল নেতা আমিনুল ইসলাম মিন্টু বলেন ‘অবৈধ তফসিল মানি না মানব না,এই অবৈধ তফসিল বাংলার জনগন মানে না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। তারণ্যের অহংকার জনাব তারেক রহমানের ডাকে আমরা রাজপথে আছি। কামাল হোসেন সরকার বলেন,আমরা এ অবৈধ নির্বাচন কমিশনারের অবৈধ তফসিল মানি না। একতরফা তফসিল জনগনও প্রত্যাখ্যান করেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে,সেটা আমরা চালিয়ে যাব।
মিছিলে আরও অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন -অর রশিদ, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
নিজাম উদ্দিন আউলিয়া,আবু সাইদ সৈকত পৌর যুবদল,রবি পৌর যুবদল,রিপন আকন্দ পৌর যুবদল,শহর আলী উপজেলা যুবদল,লিটন উপজেলা যুবদল,
মিজানুর রহমান উপজেলা যুবদল, সোহাগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতাউর রহমান বিপুল, সোহাগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রবি, জাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আল আমিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।