সাগর কুমার বাড়ই ,তেরোখাদা উপজেলা প্রতিনিধি খুলনা //
১৫ ই আগস্ট ~২০২৩ ইংরেজি মঙ্গলবার সারা দেশের ন্যায় খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলায় ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয় ।
শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তেরখাদা উপজেলা প্রশাসন , তেরখাদা উপজেলার আওয়ামী লীগ ও তাঁর সকল অঙ্গ সংগঠন , তেরখাদা প্রেসক্লাব , বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন , সরকারী / বেসরকারী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্যোগে তেরখাদা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয় ।
দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন , জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ,বীর শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা করে নিরবতা পালন করা ।
বাঙালি জাতি এই দিনে শোকের দিন হিসাবে পালন করে আসছে ।
ইতিহাসের পাতায় ১৫ ই আগস্ট কলঙ্কিত কালো অধ্যায়ের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায় । ৪৮ বছর আগে এ দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।
বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন বিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয় ইতিহাসের নির্মম এ ঘটনা।
দিবসটিতে সমগ্র বাংলাদেশের ন্যায়
খুলনা জেলার তেরখাদা উপজেলায় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তেরখাদা উপজেলায় হল রুমে আলোচনা ও দোয়া প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য করেন ১০২ , খুলনা- ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শিদী।
আলোচনা ও দোয়া প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান
। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) সুমাইয়া সুলতানা এ্যানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি , মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন , তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , মোঃ বোরহান উদ্দিন আহমেদ , উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ সভাপতি জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান।
এ ছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের অফিসার এ সময় উপস্থিত ছিলেন।