নিজস্ব প্রতিবেদকঃ ‘মুক্তচিন্তার কাগজ’ স্লোগানকে ধারণ করা দৈনিক দেশজগত পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ জহুরুল ইসলাম।
২৯শে জুন মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত কাগজ পত্র ও আইডি কার্ড কুরিয়ার যোগে হাতে পেয়েছেন।
দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী বলেন মোঃ জহুরুল ইসলাম কে পেশাগত কাজে সহযোগিতা করতে কুষ্টিয়ার প্রশাসন, সাংবাদিক মহলসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জানা যায়,তিনি সুনামের সহিত কুষ্টিয়ার আঞ্চলিক জনপ্রিয় ‘দৈনিক কুষ্টিয়ার আলো’ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন।
এদিকে মোঃ জহুরুল ইসলাম এক সাক্ষাৎকারে জানান, দৈনিক দেশজগত জাতীয় পত্রিকায় আমাকে কুষ্টিয়া জেলা প্রতিনিধির দায়িত্ব দেওয়ায় আমি পত্রিকার সম্পাদক মহোদয়সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে পেশাগত দায়িত্ব পালনে আমি আমার সকল শুভাকাঙ্খীর দোয়া এবং সহযোগিতা কামনা করছি।