স্টাফ রিপোর্টার।। আমাদের সমাজে লেবাস পড়া কতো মানুষই চলতে ফিরতে দেখা যায়, কিন্তু এমনই নেক্কার জনক কিছু ঘটনা করে মানুষ- যার প্রতিফল পাওয়ার পরেও তারা তাদের দূষ শিকার করতে চাই না। মোঃ আবুইউসুব মিয়া ও গং তারা
৬ পরিবারের বাড়ির রাস্তা চলাচল বন্ধ করে ও থামেনি তারা প্রথম রমজান মাসে ওলিউর রহমান সুহেল ও মোজাহিদ মিয়া কে দা দিয়ে খুব মেরে জানে মারার চেষ্টা করে।
নবীগঞ্জ উপজেলা ৫নং আউশকান্দি ইউনিয়ন মিঠাপুর গ্রামের ৬ পরিবারের বাড়ির রাস্তা চলাচল বন্ধ করায়
ও ৫ জনকে আহত করায়
হাফিজ মোঃ মতোব্বির হুসেন বাদী হয়ে তিনি নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০০ জি আর
আবুইউসুব মিয়া আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল ৫ আদালত হবিগঞ্জ আদালতে জামিন চাইলে আদালত তাঁকে জামিন না মঞ্জুর করেন শেষে জেল হাজতে পাঠানো হয় তাকে।
আইন আইনের গতিতেই চলবে আসলে হয় তো তারা ভূলে গেছে এটা বিচারের কাঠগরা
এ খবর শুনে নবীগঞ্জ, আউশকান্দি সহ দেশ- বিদেশে জানা জানি হলে লোকজনের মধ্যে নানান সমালোচনার ঝড় বইছে।