ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের বেলতৈল দারুণ নাজাত কওমী মহিলা মাদ্রাসার ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে একই গ্রামের স্বপন মিয়ার হৃদয় মিয়া (২২) । বখাটে হৃদয় প্রায় ৬ মাস ধরে মাদ্রাসায় আসা যাওয়ার পথে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি মেয়ের পিতা-মাতা হৃদয়ের পিতা মাতাকে
জানালে বখাটে ছেলে হৃদয়ের পিতা মাতা ছেলেকে শাসন করবে বলে জানায়। এতে আসামি হৃদয় মিয়া ক্ষিপ্ত হয়ে মেয়েকে অপহরণ করে নিয়ে যাইবে বলে ভয়-ভীতি দেখাইয়া আসিতে থাকে। গত ৯ সেপ্টেম্বর
রাত অনুমান ৮ ঘটিকার সময় মেয়েটির বসত ঘরের ৩০ গজ পশ্চিমে পাকা টয়লেটে প্রবেশ করার সাথে সাথে টয়লেটের পাশে উৎপেতে থাকা আসামি হৃদয় মিয়া পিছন হতে টয়লেটে প্রবেশ করিয়া সাথে সাথে টয়লেটের দরজা লাগাইয়া দিয়া মেয়েকে জাবরাইয়া ধরিয়া মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে । মেয়ের ডাক চিৎকার শুনিয়া
বাড়ির লোকজন আগাইয়া আসিতে থাকিলে আসামি হৃদয় মিয়া টয়লেটের দরজা খুলিয়া দৌড়াইয়া পালাইয়া যায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ।
আকরাম হোসেন
নান্দাইল ময়মনসিংহ