মোঃ আনোয়ার হোসেন
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনার আশংকাজনক ভাবে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পাশাপাশি জেলার হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জনগণকে সুস্থ্য ও সচেতন রাখাার নিমিত্তে তাদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। সোমবার (২১ জুন) ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আগতদের মাঝে তিনি এ মাস্ক বিতরণ করেন।
এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার সহ করোনা মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল এবং সরকারি সকল বিধিনিষেধ মানতে সকলের প্রতি আহবান জানান।
এছাড়াও করোনার শুরু থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরে হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনামুলক প্রচার প্রচারনা চালিয়ে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান করেন বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেন আরও একজন মানুষ নিয়মিত মাস্ক ব্যবহার করলে সে ৯০ ভাগ করোনা ভাইরাসে সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন। করোনা ভাইরাস বিস্তার রোধে ইতিমধ্যে ১০০০ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি এবং যতোদিন এই ভাইরাসের সংক্রমণের হার না কমে ঠিক ততোদিন আমার নিজস্ব অর্থায়নে মানুষের কল্যাণে তাদের সুরক্ষার মাস্ক বিতরণ করবো ইনশাআল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিত্তবানদের এই মহামারীতে সাধ্যমত পাশে থাকার জন্য বলেছেন। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি আগামী দিন গুলোতেও মানুষের পাশে থাকবো। আমি ইউনিয়নের সকল সাধারণ মানুষদেরকে বলেছি আপনাদের মাস্ক ফ্রী প্রদান করা হয়, পরিষদে এসে মাস্ক নিয়ে যাবেন।আর যারা আসতে পারবেন না তারা আমায় ফোন দিবেন আমি আপনাদের মাঝে মাস্ক পৌছে দিবো ইনশাআল্লাহ।
মাস্ক বিতরণের সময় ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা/কর্মচারিগন উপস্থিত ছিলেন।