1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

নেতা হওয়ার যোগ্যতা ও তার গুনাবলি কি কি?? বিষয়টি কিছুটা হলেও নেতৃত্বের জন্য শিক্ষনীয়।

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫০২ বার পড়া হয়েছে

======================
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নেতা শব্দ হলো একটি দলনায়ক বা অগ্রবর্তী মানুষটি। যাকে তার অনুগতরা অনুসরন করে তাকে নেতা বলা হয়। এখন প্রশ্ন হলো তিনি কিসের নেতা, কোন কারনে নেতা, কোন গুনাবলিতে নেতা।
কোন একক ব্যক্তি বা সম্মিলিতভাবে কতিপয় লোক নিদিষ্ট আর্দশ বা মত পথ পন্থাকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে মূলনীতি তথা গঠনতন্ত্র পেশ করেন। যার মাঝে ধারা উপধারা মিলিয়ে একটি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দিক নির্দেশনা থাকবে তাকে বলা হয় নীতি, আদর্শ বা Ideology.
এই আদর্শ বা নীতি (Ideology) বাস্তবায়নে যারা একমত হবেন তাদেরকে সংগঠিত করে একটি মঞ্চে, কেন্দ্রবিন্দুতে বা platform এ জড়ো করার ব্যবস্থা করা। কতিপয় সমমনা লোক নিয়ে একত্র হয়ে এই আদর্শের ভিত্তিতে কাজ করার ঘোষণার নাম হলো দল বা পার্টি।
এই মানুষ গুলিকে পরিচালিত করার মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠার জোরালো ভুমিকা নিয়ে কাজ করা, সংগ্রাম করা, ঘরে বাহিরে, সমাজে রাষ্ট্রে, রাজপথে জনতার দোরগোড়ায় পোঁছে দেওয়া।

কে বা কারা করবে এই দায়িত্বপালন?
#
প্রথমতঃ এই আদর্শের বিষয়টি পরিস্কার ভাবে নিজে বুঝে নেওয়া। যদি এই কাজ করার একান্ত প্রয়োজনীয় মনে করা হয়, তাহলে নিজের মাঝেই দৃঢ়মূল ভাবে এই আদর্শের পরিস্কার ধারনা থাকা। কোন প্রকার সন্দেহ সংশয় নিয়ে দোদুল্যমান না থাকা। নিজের জীবনের সাথে আদর্শ একাকার হয়ে যাওয়া।
এই ধরনের Dedicated লোক বাছাইয়ে সকলের পরামর্শ গ্রহন করে নেতা নির্বাচন করা। এই নেতার আদেশ নিষেধের ভিত্তি হবে দলের মূল পরিকল্পনা বাস্তবায়ন। নেতা যা আদেশ করবেন তা পালন করাই হবে বাকি দায়িত্বশীলদের কাজ। তারা এই কাজ আদেশ পালনে সস্থা কোন ওজর পেশ করতে পারবেন না।

নেতার গুনাবলি কেমন হওয়া উচিৎ?
#
একজন নেতা তিনি তার নিজের চরিত্র বা ব্যক্তিত্ত এমনভাবে লালন বা প্রতিষ্ঠা করবেন যেনো তার মাঝেই ঐ আদর্শ বা দলের চরিত্র ফুটে উঠে। তিনি যেই আদর্শের কথা বলছেন সেই বিষয়ে তিনি পারদর্শি হতে হবে। তিনি সকলের চাইতে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তার কথা ও কাজে সমান্তরাল হতে হবে। লোকজন যেই কাজে প্রচেষ্টা বা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাকে যেনো তার বাস্তব নমুনা মনে হয়। তিনি শুধু আদেশ করবেন না বরং নিজে সকলের চাইতে আন্তরিক হবেন। অধস্তন কর্মীদের মাঝে তার কর্মকান্ড ইনছাফ ভিত্তিক হতে হবে। তিনি সত্যবাদিতায় ও দায়িত্ব পালনে একনিষ্ঠতার পরিচয় দেবেন। কর্মিদের পারস্পরিক কথা হজম করবেন। কোন মন্তব্য ছাড়াই তাদের অভিযোগ হৃদয়ংগম করবেন এবং সিদ্ধান্ত নিয়ে একাই ভাবতে থাকবেন। আদর্শ প্রতিষ্ঠায় সকলের সাথে পরামর্শ করবেন কাউকে তীব্রভাষায় কথা বলবেন না। দায়িত্ব বন্টনে নিজর ইনছাফ ও কর্মির যোগ্যতাকে প্রাধান্য দিয়ে কাজ আদায় করতে হবে। তিনি কারো নয় তিনি সকলের এই মানষিকতায় কান কথা শুনা থেকে বিরত থাকবেন। আদর্শ প্রতিষ্ঠায় কাজের অগ্রগতি অবনতির জরিপ বা মূল্যায়ন করবেন। নিজেকে ত্যাগ কোরবানীর জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। ছলনা, শঠতা, আত্মঅহমিকা পরিহার করে একনিষ্ঠ হতে হবে। একজন কর্মিকে তার বক্তব্য দেয়ার ও নিজে তা আন্তরিকভাবে শুনতে হবে তারপর তাকে হয় সমাধান না হয় উত্তম নসিহত দিতে হবে। কোন অবস্থায় একজন নেতা কর্কশ ভাসি নয় বরং মিষ্টি ভাসি হতে হবে।
০২/১০/২০২০ ইং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )