এম, নুর নবী আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় প্রধান, দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নদী ভাঙ্গনের কারণে শেষ হয়ে যাচ্ছে চর এলাহী ইউনিয়ন, ছোট ফেনী নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় চরলেংটা সহ ৮কিলোমিটার এলাকার হাজার হাজার একর মস্যখামার সহ নদী গর্ভে বিলীন হচ্ছে,ফসলীয় জমি-বাড়ীঘর শেষ হওয়ার পথে,এই নদী ভাঙ্গনের কারণে চর এলাহীর জনগণের মধ্যে হতাশ বিরাজ করতেছে।
গত সময় কন্ট্রেকটারের দূত কাজ না করার কারনে এর আগেই ও কোম্পানীগন্ঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন থেকে চরপার্বতী ও চর হাজারী মুছাপুর ইউনিয়ন অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে,
হাজার হাজার বাড়ী ঘর শেষ হয়ে গেছে, তারা এখন নিস্যহারা।
দ্রুত সময়ে ব্লক দেওয়া ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।