মোঃ নাছির আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটিকে পরিতোষ একাডেমি ও পাঠাগার ‘র পরিচালক পরিতোষ, আমন্ত্রণ করেন।
কালীঘাট চা বাগানে পরিতোষ একাডেমি ও পাঠাগার পর্যবেক্ষণ করেন শ্রীমঙ্গল ইডাফ মানবাধিকার সংস্থা পরিবার।
এসময় উপস্থিত ছিলেন ইডাফ মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটির সভাপতি সাইদুল ইসলাম সবুজ,
সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদ
সাংগঠনিক সম্পাদক তজমুল হোসেন দ্বিমন, সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ মসুদ আহমেদ, কার্যকরী সদস্য উত্তম রায়, অলি উল্লা পলিন, এস কে আজিজ হোসেন, আব্দুল মতিন, সাজিদ, নাদের হোসেন শুভ প্রমূখ।
ইডাফ শ্রীমঙ্গল শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজ বলেন আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে-মানবতার তরে আমরণ কাজ করে যাবো।এই একাডেমীও পাঠাগারের পরিচালকবৃন্দ অবশ্যই প্রশংসার দাবিদার।এখানে- বিজ্ঞান বিভাগের ১৮ নিয়ে ৫০-৬০জন ছাত্র/ছাত্রীদের বিনা বেতনে কোচিং করানো হচ্ছে আলোর দিশারী সংগঠনের পরিচালকবৃন্দ শিক্ষার আলো সর্বত্র প্রসার করার জন্য। আমি মন থেকে তাদের স্যালুট জানাই এবং উল্লেখিত পাঠাগারে সংস্হার পক্ষ থেকে বই,কলমসহ বিভিন্ন উপকরনাদি দেবেন বলে বক্তব্যে প্রতিশ্রুতিবদ্ধ হন।ইডাফ পরিবার কালীঘাট চা বাগানের এই একাডেমী ও পাঠাগারের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে পরিদর্শন শেষ করেন।