স্বামী রাজমিস্ত্রী নিজেই লোকের বাড়িতে কাজ করে খায়। এবার পশ্চিম বাংলার দরিদ্র তম বিধায়ক নির্বাচিত হলেন বাকুড়ার শালতোড়ার বি জে পি দলের বিধায়ক চন্দনা বাউড়ি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ্য ভারত নির্মাণ এর কাজ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হন। তখন থেকেই রাজনীতিতে হাতে খড়ি। তার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং পশ্চিম বাংলার বিজেপি নেতাদের নজরে আসে। এবং ২০২১,এ, পশ্চিম বাংলার বাকুড়া জেলার শালতোড়া থেকে বি জে পি দলের প্রার্থী হয়ে নিবাচন এ জয়লাভ করেন। এবং পশ্চিম বাংলার দরিদ্র তম বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। তার লক্ষ্য তার এলাকার মানুষ শিক্ষা স্বাস্থ্য ও জল রাস্তা ঘাট যানবাহন পরিষেবা এবং শিল্প গড়ে তোলার। এবং বাকুড়া জেলার জঙ্গল মহলের মানুষ এর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানো। কিন্তু তার মনের কাছে দারিদ্র্যতা হার মেনে নিতে। দুই বেলা খাওয়া জটেনা এমন বিধায়ক এর ছেলে ও মেয়েদের মানুষ করবে কি করে। তার উপর জনগণের মধ্যে সেবা প্রদান করা। তার নিরপত্তা দেওয়া কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা তার অবস্থা দেখে নিজেরাই বিধায়ক মশাই কে সাহায্য করছেন। পশ্চিম বাংলা সরকারের দেওয়া তার বেতন প্রায় আশি হাজার টাকা তিনি জনকল্যাণমূলক কাজে ব্যায় করতে চান। এমন বিরল দৃষ্টান্ত স্থাপন কোন বিধায়ক এর নেই বলে জানা যায়।। ভারতের কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।