বিশেষ প্রতিনিধি কামরুন্নাহার কল্পনাঃ
পাবনার চাটমোহরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সহ মো: কাহার আলী ওরফে সুজন (২৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার ছাইকোলা বাসস্ট্যান্ড এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত কাহার আলী সুজন ছাইকোলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো: সিদ্দিক আলীর ছেলে।
এসআই সুব্রত কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছাইকোলা বাসস্ট্যান্ড এলাকা হতে ৬০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কাহার আলী সুজন কে আটক করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ইয়াবা ব্যবসায়ী কাহার আলী সুজনের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।