স্টাফ রিপোর্টারঃ বাছেদ হোসেন শান্ত
পাবনা জেলা, সুজানগর উপজেলা মানিকহাট ইউনিয়নের তৌলকুন্ড গ্রামের ৪ নং ওয়াড এর বাসিন্দা মোঃ তোজাম আলীর। তার ছেলে মোঃ জহুরুল ইসলাম
তিনি অনেক কষ্ট করে তিন টা গুরু পোষেন এখন তা বিক্রয় করতে না পারায় দিশেহারা হয়ে পরেছেন । দুই টা গরুর এক এক টার ওজন ২০ মন করে, সেই হিসেবে প্রতি টা মূল্য নির্ধারণ করেন ৭ লক্ষ টাকা করে । অন্য আরেক টা গরুর ওজন ১৮ মন প্রায় যার মূল্য নির্ধারণ করে ৬ লক্ষ টাকা। মোঃজহুরুল ইসলাম কে দর দাম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন দর-দামের সুযোগ রয়েছে। তিনি আরো বলেন প্রতি দিন গুরু তিন টার পিছনে খরচ ২৫০০ টাকা করে তাই আর রাখা সম্ভব হচ্ছে না আমার। আরো বলেন গুরুর স্বাস্থ্য বৃদ্ধির জন্য আমি কোন প্রকার ওষুধ প্রয়োগ করি নাই। গুরু তিন টা বিক্রয় এর জন্য জহুরুল ইসলাম পাবনা-২ আসেন এমপি জনাব আহমেদ ফিরোজ কবীর,ও সুজানগর উপজেলা চেয়ারম্যান জনাব শাহিনুজ্জামান শাহিন এবং সুজানগর উপজেলা মেয়র জনাব রেজাউল করিম রেজা কে দৃষ্টি আকর্ষণ করেছেন। যোগাযোগ মোবাইল নাম্বারঃ-০১৭১৪-৩৬৭৮৮৬
মোঃ জহুরুল ইসলাম গরুর মালিক।
মোঃবাছেদ হোসেন শান্ত দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ