স্টাফ রিপোর্টারঃ বাছেদ হোসেন
“সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি”
এই প্রতিপাদ্যকে সামসনে নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেল জেলার পেশাদার গাড়ী চালকদের সচেতনা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। (২৪ জুন) বৃহবার সকাল ১১ টায় এই প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
জেলার একশোজন পেশাদার গাড়ী চালকদের নিয়ে সড়ক আইন. ট্রাফিক আইন, পরিবশে বান্ধব গাড়ী চালানো, আত্বরক্ষামূলক গাড়ী চালানোসহ সচেতনাবৃদ্ধি মূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
পাবনা বিআরটিএ সহকারি পরিচালক মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আখতার, সহকারী পুলিশ সুপার শরীফুল ইসলাম, পাবনা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ফিরোজ খান, পাবনা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
এসময় গাড়ী চারকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, উপস্থিত সকল পেশাদার গাড়ী চালক যারা রয়েছেন সকলেই এই করোনাকালীন সময়ে বেশ ঝুকি নিয়ে গাড়ী চালাচ্ছেন। দেশে প্রতিদিনি কোথাও না কোথাও সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ মৃত্যুবরণ করছে অথবা বঙ্গুতবরণ করছে অথবা গুরত্ব আহত হচ্ছে। সেটি সড়করে চলাচলকৃত চালকদের উভয় পক্ষের কোন কোন ভুলের কারনে এই সড়ক দূর্ঘটনা গুলো হচ্ছে। নিজের জীবনের নিরপাপত্বা আর যাত্রীদের জীবনের কথা মাথায় রেখে গাড়ী চালাতে হবে। সড়ক অইন ভালোভাবে মেনে চলতে হবে। এসময় তিনি সকল চালকদের হাত তুলে নিরপদ গাড়ী চালানোর জন্য শপথ বাক্যপাঠ করান। একই সাথে জেলা প্রতিটি গাড়ী চালক তাদের পরিবারের একটি করে ছবি নিজেদের চালানো গাড়িতে রাখার জন্য বলা হয়।
তিনি বলেন, আপনার পরিবারের ছবি আপনার সাম্মুখে থাকলে আপনি কখনই ঝুকি নিয়ে গাড়ী চালাবেননা। গাড়ী চালানো সময় মাদক সেবন করবেন না। মাঝে মধ্যেই যেমন পুলিশের মাদকাসক্তি পরীক্ষা করা হয় তেমনি পরিবহন সেক্টরের দায়িত্বে যারা আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা চালকদের মাদকাসক্ত কিনা সেটি পরীক্ষা করে গাড়ী চালাতে দিবেন। এখন থেকে জেলাতে নিয়ম অনুয়ায়ী আর সরকারের দেয়া নির্দেশনা অনুয়ায়ী পরিবহন চলছে কিনা সেটির বিষয়ে অভিযান পরিচালরনা করা হবে। কারন আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে। আর সড়কে পুলিশ দ্বারা কোন প্রকারের হয়রানীর স্বীকার হলে আমাকে জানাবেন। আমার জেলাতে কোন প্রকারের অনিয়ম চলবে না। শহরে দিনের বেলাতে বালির ট্রাক চলাচল করছে এই বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।