আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধিঃপাবনা জেলার বেড়া থানাধীন মৈত্রীবাধা সাকিনের ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ হইতে গত-১৮/০৬/২০২১ তারিখ দিবাগত রাত্রীতে একটি লাল রঙের RTR Apache 150cc মোটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া লইয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বেড়া মডেল থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা রুজু হইলে, থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা, পাবনা একযোগে চোর দলকে গ্রেফতার করিয়া চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে। তারই ধারাবাহিকতায় অদ্য ই২৬/০৬/২০২১ তারিখ পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া সুজানগর থানার দাসপাড়া এলাকা হইতে চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ মনিরুল ইসলাম(২৫), পিতা-মোঃ মোয়াজ্জিম খা, সাং-বনখোলা দাসপাড়া, থানা-সুজানগর, জেলা-পাবনাকে গ্রেফতার করিয়া তাহার স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।