স্টাফ রিপোর্টারঃ বাছেদ হোসেন শান্ত
মেয়র শরিফ উদ্দীন প্রধান বলেন পাবনা পৌরবাসী,
গতো কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক এলাকায় পানি আটকে যাওবয়ায় জনগন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আমি পাবনার মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই পানি নিষ্কাশনের জন্য দিন রাত কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন , বাস্তবতা এটাই যে- দীর্ঘ ১৭ বছরের সমস্যা আমি ৪ মাসে সমাধান করতে পারি নাই, এটা সম্ভব ও ছিলো না।
তা সত্বেও, আমরা আআত্মবিশ্বাসী যে,এই সমস্যার সমাধান দ্রুতই হয়ে যাবে।
আমাদের সাথে জনগনকেও সচেতন হতে হবে। ড্রেনেজ ব্যবস্থা ব্যহত হয়, এমন কোনো কিছু ড্রেনে ফেলা যাবে না ও যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য জনগণের আহবান করেন।
পাবনা পৌর মেয়র শরিফ উদ্দীন প্রধান বলেন
ইনশাআল্লাহ, আমি-আপনি এবং আমরা মিলেই আমাদের পাবনাকে নতুনভাবে সাজিয়ে নিবো।
শরীফ উদ্দিন প্রধান
মেয়র
পাবনা পৌরসভা।