মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন পূর্ব জলাবাড়ি গ্রামের জমি থেকে সুব্রত মিস্ত্রী শুভ (৪০) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে নেছারাবাদ পুলিশ। অদ্য ২৫/০৬/২১ তারিখ শুক্রবার ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । নিহত সুব্রত ওই গ্রামের সুশিল মিস্ত্রীর পুত্র। সুব্রত ওই এলাকায় বিভিন্ন জনের জমি চাষাবাদের কাজ করতেন। সুব্রতের স্ত্রী নিপা মিস্ত্রীর দাবী তার স্বামী সুব্রত মিস্ত্রীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
এ ব্যাপারে সার্কেল এসপি এবং ওসি নেছারাবাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের স্ত্রী নিপা মিস্ত্রি বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা অনেকের নামে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।