মোঃসাদ্দাম হোসাইন সোহান।
বিশেষ প্রতিনিধিঃ-
০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দিনাজপুর জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।এমন তথ্যের ভিত্তিতে ১জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮।
২৭/০৬/২০২১ইং তারিখ গভীর রাতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,দিনাজপুর জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দিনাজপুর জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ২৭/০৬/২০২১ইং তারিখ গভীর রাতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলা হতে ফেন্সিডিল এর চালান নিয়ে মাগুরা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে অছওই পরিবহন যোগে রওনা করেছে। এ প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭/০৬/২০২১ ইং তারিখ সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর সাকিনস্থ ফরিদপুর-সালথা গামী সড়ক সংলগ্ন “মাগুরা-ফরিদপুর” গামী মহাসড়কের উপর উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেজনক বাস তল্লাশী করতে থাকে। সন্দেহ জনক বাস তল্লাশি করা কালীন মাগুরা জেলার দিক থেকে আগত একটি বাস দেখতে পেয়ে থামানোর সংকেত দিলে বাসটি থেমে যায়। তখন ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে গোপন তথ্যর ভিত্তিতে জানতে পাওয়া অছওই পরিবহন (দিনাজপুর-বরিশাল), যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-৮৬৪১ বাসটি মিলে যাওয়ায় গাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আজিজুল হক(৩৬), পিতা-মোঃ ইউনুচ আলী, সাং-দিনাজপুর পৌরসভা, ওয়ার্ড নং-০৯, উপ-শহর-০৩, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে আটক করে । এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৯৯ (নিরানব্বই) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।