স্টাফ রিপোর্টারঃ
র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া ক্যাম্পের আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২১ জুন ২০২১ ইং তারিখ ২১.৩০ ঘটিকার সময় বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ফুলতলা পুকুরপাড় বাজারস্থ তালহা স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ১। মোঃ রনি বাবু (২৬), পিতা-মোঃ মেছের আলী, সাং- খরনা জোড়গাড়ী, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ২। মোঃ সৌমিক হাসান মুন (২৩), পিতা-মোঃ সেলিম হাসান, সাং-রহমান নগর, থানা ও জেলা-বগুড়া, ৩। মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মৃত আজিজুল হক, সাংÑ কানুজগাড়ী (পিটিআই মোড়), থানা- ও জেলা-বগুড়া এবং ৪। মোঃ নাঈম ইসলাম (২৩), পিতা-মোঃ সোহেল রানা, সাং-উলিপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াদের‘কে মোট=০১ বোতল দেশীয়মদ, ০২ ক্যান বিয়ার, ০১ টি মোটরসাইকেল, ০৫ টি মোবাইল, ০৮ টি সীমকার্ড এবং নগদ ১৮৫০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।