আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদানের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রামস্থ বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন।
শনিবার সকাল ১০টার সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে চট্টগ্রাম সহ সারাদেশ ব্যাপী সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এই কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষে আগামী ২৫ জুন শুক্রবার বিকাল ৩টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব “বঙ্গবন্ধু হলে” ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উদ্ভাবক মিজানুর রহমানকে এই সম্মাননা স্মারক প্রদান করা হবে বলে চিঠিতে জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম পুলিশের ডিআইজি মোছলেম উদ্দিন সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সামাজিক কাজে অবদান রাখা সম্মানিত ব্যক্তিগণ।