মুকুল হোসেন,(রাজশাহী প্রতিনিধি)
রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ককে বাগমারায় মৎস্য চাষীদের পক্ষ থেকে ফুলেল শুভে”ছা জানানো হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার মচমইল বাজারে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে মৎস্য চাষীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, সদস্য সচিব মনিরুজ্জামান, সদস্য নরোত্তম কুমার, জাহাঙ্গীর আলম, বাগমারা উপজেলার মৎস্য চাষী রহিদুল ইসলাম, হায়াত আলী, প্রভাষক শাহীন উদ্দীন, সুমন রেজা, শাকিল উদ্দীন, হাসান, সিরাজুল ইসলাম, সাজেদুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান, মুঞ্জু প্রমুখ। এছাড়াও এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, মৎস্য চাষীদের কল্যাণের পাশাপাশি সর্ব স্তরের মানুষের সেবায় কাজ করে যাবে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।