মোঃ নাছির আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়নের হরিনছড়া এর মেকনি ছড়া এলাকায় লেবু চাষী দেলোয়ার হোসেনের বাগানে দুর্বৃত্তের হামলায় ৬শতাধিক ফলন্ত লেবু গাছ ও ৭শতাধিক নাগা মরিচের গাছ কর্তন করে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
সরেজমিনে গেলে দেখা যায় যে, কর্তনকৃত লেবু গাছ ও নাগা মরিচের গাছ দুর্বৃত্তের হামলার সাক্ষ্য বহন করছে। এ বিষয়ে জানতে চাইলে বাগান মালিক দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার বাগানে কাজ শেষ করে শ্রমিকসহ আমরা সবাই চলে যাই। তার পরদিন শুক্রবার যখন আমরা বাগানে আসি তখন দেখতে পাই বাগানের এই বেহাল দশা। এই অবস্থা দেখে আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কারণ আমার এই বাগানের এই কর্তনকৃত গাছে যে পরিমাণ লেবু ও নাগামরিছ এসেছিল তা যদি আমি বিক্রি করতাম তাহলে কমপক্ষে ১২ থেকে ১৫ লক্ষ টাকা আমার আয় হতো। কিন্তু দুর্বৃত্তদের এ হামলার কারণে আমি অনেকটাই ঋণগ্রস্ত হয়ে গেছি। এই বাগানে আবার পুনরায় ফিরিয়ে আনতে হলে কমপক্ষে ৪বছর সময় দরকার আর সেভাবেই ২০ থেকে ২৫ লক্ষ টাকার প্রয়োজন। আমার মনে হয় আমার এই বাগানটি সাথে গত এক বছর আগে লেবু দেওয়া নেওয়া নিয়ে গাড়ী চালক আনোয়ার এর সাথে আমার বিবাদ চলছিল। আমি আমার আশেপাশে ১৪ জন বাগানমালিক নিয়ে একটি বৈঠকে বসি তান উক্ত বৈঠকে আনোয়ার এর পিতা আমার উপর ক্ষিপ্ত হন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। তাই আমার মনে হয় উক্ত কাজটি আনোয়ার বা তার সাঙ্গপাঙ্গরা করেছে। আর এ বিষয়ে আমি শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেছি।
অভিযোক্ত আনোয়ারের সাথে কথা বললে আনোয়ার আমাদেরকে জানান, দেলোয়ারের সাথে লেবু পরিবহন নিয়ে আমাদের একটু মতবিরোধ ছিল। কিন্তু উনার বাগানে এই বর্বরোচিত হামলার আমি নিজেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ এমন কাজ মানুষ করতে পারে বলে আমার মনে হয় না। আর যদি কেউ প্রমাণ করতে পারে এই কাজটি আমি বা আমার ইন্দনে করা হয়েছে তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিব।
বিষয়ে স্থানীয় মেম্বার এর সাথে যোগাযোগ করলে তিনি আমাদেরকে উক্ত বিষয়ে কোনো প্রকার বক্তব্য দিতে রাজি হননি।