মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
বরিশালের বানারীপাড়া’র একের পর এক হারানো ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সফলতা অর্জন করেছেন বানারীপাড়া থানার ইনেসপেক্টর (তদন্ত) মোঃ জাফর আহমেদ।
বানারীপাড়া উপজেলার বিভিন্ন সময় একাধিক মোবাইল ফোন হারানোর অভিযোগের ভিত্তিতে
(আই এম ই) নাম্বার ট্রাকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মোবাইল ফোন ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয় তদন্ত কর্মকর্তা জাফর আহমেদ।
গত ১৬ই জুন বানারীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরীর পৌরসভা নির্বাচন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ইনেসপেক্টর( তদন্ত) মোঃ জাফর আহমেদ ঝালকাঠির জেলার প্রত্যন্ত অঞ্চলের চাঁদকাঠি গ্রামে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তার মোবাইল ফোনটি উদ্ধার করেন।
এসময় মোবাইল ফোন উদ্ধারে সার্বিক সহযোগিতা করেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান ও সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার উপ-পরিদর্শক কামাল,ঝালকাঠি থানার উপ-পরিদর্শক হাসান।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তদন্ত কর্মকর্তা জাফর আহমেদের এই সফলতায় খুশি বানারীপাড়া’র উপজেলাবাসী।