মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দিয়ে ৭ম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে ১০ম শ্রেণির এক ছাত্রকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ওই কিশোরকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিম কিশোরী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে রায়পুর থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির কিশোরীর বাড়িতে। শনিবার মেডিকেল রিপোর্টের জন্য মেয়েটিকে সদর হাসপাতালে পাঠানো হবে।
গ্রেফতার কিশোর দক্ষিণ চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামের মাঝিবাড়ির বাসিন্দা।রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, অভিযুক্ত কিশোরের সামনে কিশোরী জবানবন্দি দিয়েছে। তার ভিত্তিতে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।