ভারত থেকে মনোয়ার ইমামঃ ভারতের রাষ্ট্রপতি বলে কথা, তিনি তার বাড়ি উত্তর প্রদেশের কানপুরে নিজ বাড়িতে যাবেন বলে আগে থেকেই বলে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কবিন্দ। সেই নিয়ে সাজ সাজ রব পড়ে যায় উত্তর প্রদেশের কানপুরে। যথারীতি দিল্লির রাস্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এসে তিনি উত্তর প্রদেশের কানপুরের নিজের বাড়িতে যাবেন। কিন্তু তার নিরাপত্তা খাতিরে গোটা এলাকা জুড়ে মুড়ে ফেলে কেন্দ্রীয় সামরিক বাহিনীর জওয়ানরা। এবং উত্তর প্রদেশের কানপুরের পুলিশ। রাষ্ট্রপতির নিরাপত্তা দেখভাল এর দায়িত্ব পালন করছিলেন কানপুর জেলা পুলিশ সুপার শ্রী অসীম অরুণ আই পি এস। সেই সময় সমস্তই রাস্তা ঘাট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এমন সময় আই এ এস এর এক মহিলা কর্মী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিলেন। কিন্তু তার এম্বুলেন্স রাস্তার মধ্যে আটকে যায় জ্যামের জন্য। অসহায় অবস্থায় ঔ মহিলা কর্মী শ্রীমতী বন্দনা মিত্র এর অবস্হা আরও অবনতি ঘটে। কিন্তু কোন ভাবে এম্বুলেন্স এগিয়ে যেতে পারছিল না। পরে পুলিশ সুপার শ্রী অসীম অরুণ আই পি এস তার পুলিশ কর্মীদের সাহায্য নিয়ে গাড়িটি বের করতে সক্ষম হয়। কিন্তু ঔ আই এ এস মহিলা কর্মী শ্রীমতী বন্দনা মিত্র কে বাচানো যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এর পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে পুলিশ সুপার শ্রী অসীম অরুণ আই পি এস মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমা প্রার্থনা করেন। এর পর গোটা ঘটনা নিয়ে ঝড় ওঠে ভারতের বিভিন্ন যায়গায়। রাস্ট্রপতি জীবনের দাম আছে কিন্তু এক অসুস্থ মহিলা কর্মীর জীবনের দাম নেই। এই ভাবে যদি ভি আই পি দের জন্য রাস্তা জ্যাম করে হাসপাতালে চিকিৎসাধীন রুগী এম্বুলেন্স আটকে দেওয়া হয় তাহলে আগামী দিনে এমন ঘটনা ঘটতে থাকবে। এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন মৃত পরিবারের সদস্যরা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।