তূর্য হোসেন ভেড়ামারা, কুষ্টিয়া।
সকাল দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, বঙ্গবন্ধুর চত্বর বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান প্রমুখ নেতৃবৃন্দ। এসময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সমবেত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। কর্মসূচির অংশ হিসেবে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া যথাসময়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।