আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
মনিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেরপাড়ার মোঃ ইলিয়াস হোসেনের বিশাল গরুর দাম উঠেছে দশ লাখের ও বেশি।
আসন্ন কোরবানি উপলক্ষে গরুটি বিক্রি হবে ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতারা কিন্তু ন্যায্য দাম না পেলে গরু বিক্রি করবেন না গরুর মালিক মোঃ ইলিয়াস হোসেন।
তিন বছর আগে ৭০ হাজার টাকা দিয়ে গরুটি কেশবপুর হাট থেকে ক্রয় করেন ইলিয়াস হোসেন।
ইলিয়াস হোসেন মনিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেরপাড়ার মোঃ কফিল উদ্দিন মোড়লের ছেলে ইলিয়াস গরুটির নাম দিয়েছেন সিঙ্গার বাবু গরুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান প্রতিদিন গরুটিকে ৫ থেকে ৬০০ টাকার উন্নত মানের খাবার দিতে হয় গরুর গায়ে ৩০ মনের বেশি মাংস আছে দশ লাখের বেশি দাম হলে আমি গরুটি বিক্রি করবো।