আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
যশোর জেলা মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপার রাস্তায় বৃষ্টি হলেই কাঁদা চলাচলে জনদুর্ভোগ।
ঐতিহ্যবাহী মনিরামপুর উপজেলার ঝাপা বঙ্গবন্ধু ভাসমান সেতু পার হয়ে ঝাপা বাজার পর্যন্ত কাঁচা রাস্তার বেহাল দশা বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা টি।
প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে এই দীর্ঘ রাস্তায় চলাচল করে মটর সাইকেল ও ব্যাটারী চালিত ভ্যান গাড়ি তবে বৃষ্টি হলেই রাস্তায় কাঁদা হওয়ার কারণে কোন যানবাহন চলাচল করে না ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায় সত্যি রাস্তার বেহাল দশা ১ ঘন্টা দাঁড়িয়ে থেকেও মেলেনি ঝাপা দক্ষিণ পাড়া যাওয়ার জন্য কোন মটর সাইকেল বা মটর ভ্যান।
গ্রামের এক ভ্যান চালকের নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন রাস্তায় অনেক কাঁদা ১০০ টাকা দিলেও যাওয়া সম্ভব নয়।
এবিষয়ে গ্রামের জনগণ বলেন শুনেছি রাস্তার কাজ পাশ হয়েছে কবে কাজ শুরু হবে আমরা জানিনা।
এলাকার অন্য এক ব্যাক্তি বলেন
প্রায় প্রায় পত্র পত্রিকায় দেখা যায় ঝাঁপা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন চেয়ারম্যান কিন্তু বাস্তবে সেটা তো আমরা আমাদের ঝাপা গ্রামে দেখি না।
ঝাপা একটি বড় গ্রাম এই গ্রামের জনগণ যাকে ভোট দেয় বেশি সেই লোক চেয়ারম্যান নির্বাচিত হন কিন্তু দুঃখের বিষয় ঝাপা গ্রাম অবহেলিত আমরা ঝাপা গ্রাম বাসি মনিরামপুর এমপি স্বপণ ভট্টাচার্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।