আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা ১৪ জুনঃ সদ্য দায়িত্বপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি গতকাল (১৩-০৬-২০২১) সন্ধ্যায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে নতুন বিমান বাহিনী প্রধান তাকে এ পদে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে মহামান্য রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
মহামান্য রাষ্ট্রপতি নতুন বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান। তিনি করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ বিতরণ, ঔষধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে নতুন বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে দেশে ও বিদেশে বিমান বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা আরো বৃদ্ধি পাবে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞান-সম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান জানান। মহামান্য রাষ্ট্রপতি নতুন বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।