সোহাগ হোসেন
জামালপুর জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম-জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাদারগঞ্জে আর্থ – সামাজিক উন্নয়নে গবাদিপ্রাণী পালন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ (খরকা) হলরুমে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ শালা। প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুৃলে দেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার ”KAJ” প্রকল্পের উপ- পরিচালক ড.শেখ মেহ্দী মোহাম্মদ । গত ২৪ জুন ব্যাচ ৩১ ও ৩২ এর মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন ও আদারভিটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৪০ জন অংশগ্রহণকারীকে নিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ছিলেন আরডিএ বগুড়ার কাজ প্রকল্পের উপ- সহকারী প্রকৌশলী মোঃ কবির হোসেন।