সোহাগ হোসেন
জামালপুর জেলা প্রতিনিধি
সারাদেশের ন্যায় মাদারগঞ্জে ও কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এমনটা হচ্ছে। তারই প্রেক্ষিতে জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার ( ২৩ জুন ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার গাবেরগ্রাম বাজারে ও বালিজুড়ী বাজারে এক অভিযান পরিচালনা করে। মাস্ক না পরার দায়ে সংক্রমণ প্রতিরোধ ও নিরোধ এবং নির্মূল আইন ২০১৮,২৪ এর ১ ধারায় ৬ দোকানীকে ১৮০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, যেভাবে করোনার সংক্রমণ বেড়েই চলছে, আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। জনসচেতনতা সুষ্টির লক্ষে তাদের এই জরিমানা করা হয়। পরবর্তী সময়ে আরও কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় মাদারগঞ্জ মডেল থানার উপ- পরিদর্শক জিন্নত আলী জিন্নাহ, ইউএনও অফিসের নাজির কবিরুল হাসান কবির উপস্থিত ছিলেন।
২৩-০৬-২১