মোঃ আনোয়ার হোসেন
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ঝিনাইদহ জেলায়। আজও ৭৩ টি নমুনা পরিক্ষায় ২৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। দিন দিন চরম বিপর্যয়ের দিকে যাচ্ছেন করোনা ভাইরাসের পার্দুভাব। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন বলেছেন খুব দ্রুত করোনার শস্যা ১০০ তে বাড়ানো হচ্ছে। রুগীদের চিকিৎসা সেবা দিতে ডাক্তার এবং নার্সরা হিমসিম খাচ্ছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে কোন আই সি ইউ বেড নেই একজন করোনা ভাইরাসে আক্রান্ত রুগী মারাত্মক আকার ধারণ করলে দ্রুত তাকে ঢাকা কিংবা উন্নত কোন শহরে পাঠানো ব্যবস্থা করতে হয়।ঝিনাইদহ সদর হাসপাতালে আই সি ইউ বেড স্থাপনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে আজ থেকে সপ্তাহব্যাপী ঝিনাইদহ ৬টি পৌরসভায় লকডাউন শুরু হয়েছে। মানুষের মাঝে করোনা ভাইরাস বিস্তার বিষয়ে জেলা তথ্য অফিস নিয়মিত প্রচার প্রচারণা করছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। মাস্ক ব্যবহার যারা করছেন না তাদেরকে জরিমানা আরোপ করছেন। এছাড়াও ঝিনাইদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নিয়মিত প্রচার প্রচারণা করছেন। আজ সন্ধ্যায় পায়রা চত্বরে কর্মসূচীতে উপস্থিত হয়ে হ্যান্ড মাইকে প্রচার করেন ঝিনাইদহ সদর পৌরসভার সুযোগ্য মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি বলেন ঝিনাইদহ জেলা প্রশাসনের ঘোষিত লকডাউন যদি আমরা এক সপ্তাহ পালন করি তাহলে অবশ্যই এর সুফল আমরা পাবো। উক্ত সামাজিক প্রতিষ্ঠানদ্বয় কে বলেন দিনে দুইবার সকাল বিকাল সচেতনতামূলক প্রচার করার জন্য। সচেতনতামূলক প্রচার প্রচারণায় অংশ নেন ঝিনাইদহ সামাজিক আন্দোলনের অগ্রসৈনিক সাইফুল ইসলাম শিমুল, সালাউদ্দিন গাউস গৌর্কি,খানজাহান আলী, আল ইমরান, লিমন, জহুরুল ইসলাম আসিফ,কবি গুলজার হোসেন গরিবসহ অনেকে।লকডাউন চলাকালীন সময়ে এই স্বেচ্ছাসেবকগণ নিয়মিত প্রচার প্রচারণা করবেন।