মিজানুর রহমান
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসার সাথে জড়িত এক নারীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাম খুশি (৩৫)। খুশি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঈশ্বরকারী গ্রামের সুমন ভূঁইয়ার স্ত্রী।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজ এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী গ্রাম বাংলা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশী করে খুশি নামের এক নারীকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।