ওসমান গনি
স্টাফ রিপোর্টর
বিগত ২০২১ সালে অনুষ্ঠিত লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইবুনালে করা পুনরায় ভোট গননার মামলায় গত ১৬/৮/২৩ ইং এ পুনরায় ভোট গননার পর বিজ্ঞ ট্রাইবুনাল বিচারক ও সিনিয়র সহকারী জজ আদালত, বাদী জনাব মোজাম্মেল হককে ২৮ ভোটে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।
এই রায়ের উপর আপিলের সুযোগ থাকায় বিবাদী সানাউল্লাহ গং অতিরিক্ত জেলা জজ আদালতে আপিল করেন এবং আজ ০৭/০৯/২৩ ইং বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালত তাহাদের আপিলের আবেদন বিচার বিবেচনা বিশ্লেষণ করে খারিজ ঘোষণা করে পূর্বের রায় বহাল রাখেন এবং মোজাম্মেল হককেই ২৮ ভোটে বিজয়ী ঘোষণা করেন।
সুতরাং আজকের এই বিচারিক কার্যের পর আর কোনো আপিল বা আবেদনের সুযোগ নাই। অর্থ্যাৎ দীর্ঘ ১বছর ৯ মাসের এই ঐতিহাসিক মামলা যুদ্ধের এখানেই সমাপ্তি।
এই যুদ্ধে বিজয়ী আপনাদের সকলের প্রিয় জনতার চেয়ারম্যান খ্যাত, নব-নির্বাচিত লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক।
লুটেরচরবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন