সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রতন ময়মনসিংহ প্রতিনিধিঃ
কে এই ফরিদুল হক এস,কে,হাসপাতাল থেকে চাকরি জীবনে তার কি ছিলো বর্তমান সময়ে সে এতে অর্থ সম্পদ এর মালিক হলেন কি করে বিষয় টি ময়মনসিংহ জেলার সচেতন মহল বলছে দেশে সরকার রয়েছে তারা যদি মনে করে বিষয় টি দুদককে তদন্তের ভার দিবে সেটা তাদের বিষয় সরকার তো দুর্নীতি বাজ দের বিরুদ্ধে জিরুট্রলার সব সময় জারির নির্দেশ দিয়েছে দুর্নীতি বাজ যেই হোক ধরা পরবেই।ফরিদুল হক দুর্নীতি করে সকলের মনযোগীয়ে চলতে পারায় সকলের কাছে প্রিয় মানুষ। মচিমহার যে কোন বিষয়ে ফরিদুল হক কে লাগবেই কেন? শুধু তাই নয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে রুগী নিয়ে আসা প্রতিটি মানুষ কে হাসপাতালে আসা যাওয়ার জন্য রুগী ভর্তি করা খরছ বিশ টাকা প্রতিটি প্রবেশ কাট মুল্য ২৫০,টাকা এই বিষয়ে ফরিদুল হক ও উপ পরিচালক এর কাছে জানতে চায়লে কেহ তার কোন সৎ উওর দিতে পারেনি আমি বললাম রুগীর কাছে রুগীর ভর্তি ফরমের রিসিট নিয়ে চলাফেরা করবে সব সময় রুগীর সাথে টাকা নাও থাকতে পারে আপনারা কাট টাকা দিয়ে নিতেই হবে আনসার মেডিকেল হাসপাতাল পুলিশ যদি বলে গরীর অসহায় মানুষ সরকারি মেডিকেল হাসপাতালে বিনা খরচে সেবা নিতে এসে পরতে হয় বেহাল দসায় এর হাত হতে কি মুক্তির কোন পথ নেই সাধারণ মানুষের প্রশ্ন গরীর দুঃখী অসহায় মানুষের মানবতার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।