মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোর্টার
০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সময় ১৮.৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস(আবহাওয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ সাদ্দাম (৩৫) পিতাঃ মোঃ শাহজাহান আলী, মাতাঃ মোছাঃ আজেদা বেগম, সাং- ধরমপুর পূর্ব পাড়া, থানা- মতিহার, জেলা-রাজশাহী মহানগরের নিকট হইতে ০১টি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পেপার দ্বারা মোড়ানো পাঞ্জেরী মাধ্যমিক বাংলা প্রথম পত্র বই এর ভিতরে পাতা কাটানো বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ০১টি ম্যাগজিন, ০৫ রাউন্ড ৯ এমএম গুলি উদ্ধার করা হয়।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে অস্ত্র সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, অস্ত্র, ম্যাগজিন, অস্ত্রের গুলিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
৩। গ্রেফতারকৃত উক্ত আসামীকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কাটাখালি থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।