মোল্লা জাহাঙ্গীর আলম / খুলনা
বিভাগীয় বিশেষ প্রতিনিধি //
খুলনা জেলা এর রূপসা উপজেলা বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির এক সভা ১৯সেপ্টেম্বর সকাল ১১টায় রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের প্রয়োজনীয় কিছু পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দিয়েছে সরকার।
এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্যও রয়েছে। এখন ন্যায্য দাম কার্যকর হবে।
সেই তালিকা অনুযায়ী প্রতিটা ব্যবসায়ীকে বিক্রয় করতে হবে। সরকারের তালিকার বাইরে কোনো পন্য বিক্রয় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, এস আই ইব্রাহিম, উপজেলা হাটবাজার সমিতির আহবায়ক মো: জুলফিকার আলী, সদস্য সচিব আরিফুর রহমান, ইসলাম সরদার, এহতে শামুল হক অপু, তৌহিদ উদ্দিন শেখ,
আরাফাত হোসাইন, নাজমুল হোসাইন, গিয়াস কামাল, ইউসুফ শেখ, হাফিজুর রহমান, কামরুল ইসলাম, নাহিদ জামান, স্বপন স্বর্ণকার, রকিব হোসেন, আরব আলী সরদার, হাজী বাবুল, ভক্ত কুমার দাস সহ বিভিন্ন বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।