ভ্রাম্যমাণ ক্রাইম রিপোর্টারঃ
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের মহানন্দা বাস স্ট্যান্ড এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, ২৪ জুন রাত আনুমানিক ১১টার দিকে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মাহানন্দা বাসস্ট্যান্ড এর পাবলিক টয়লেট সংলগ্ন দক্ষিন পার্শ্বে একচালা টিনের ঘরের মধ্যে অভিযান চালায়।
এসময় আসর বসাইয়া তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় শহরের আলীনগর এলাহার ৯ জুয়াড়ি মৃত এরশাদ আলীর ছেলে মোঃ জোনাহার আলী (৩৬), মৃত সাজামহলদারের ছেলে মোঃ ফারুক হোসেন (৫২), মৃত মনসুর আলীর ছেলে মোঃ আনার আলী (৩২), মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ বিসু (৪৫), মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ এখলাছুর রহমান (২৮), মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ দেলশাদ আলী (৪০), মৃত নঈমুদ্দিনের ছেলে মোঃ নেকবার আলী (৩৫), মৃত ইব্রাহীম খলিলের ছেলে মোঃ ওহেদ আলী (৪৫) এবং মৃত একরামুল হকের ছেলে মোঃ আলীমুল ইসলাম (৪০) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে পুরাতন প্লেয়িং কার্ড-১ সেট, মোবাইল সেট-৮টি, সীমকার্ড-১৩টি, জুয়া খেলার নগদ-২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।