মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে জাহিদুর রহমান (৪৫) হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন (৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ১৪ জুন সোমবার দুপুর ২টার দিকে উপজেলার জামাদারপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার চকজোড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
উল্লেখ্য, মাটির ট্রাক যাতায়াত ও পূর্বের শত্রুতার জের ধরে গত ২৯ এপ্রিল রাতে উপজেলার চকজোড়া গ্রামের তোরাব আলীর ছেলে মাটি ব্যবসায়ী জাহিদুর রহমানকে মারপিট করে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় জাহিদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম বাদি হতে প্রতিবেশী মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২), আবুল হোসেনের ছেলে আতিকুর রহমান (৪২) সহ ১৫ জনকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার দুই সপ্তাহ পর ১৫ মে ঈদুল ফিতরের দিন সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহমান মারা যান।
শাজাহানপুর থানার এস আই শামীম হাসান জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।