মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল হালিম বাদল (৩০) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত বাদল উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদিঘী পাড়ার বদিউর রহমান বাচ্চুর ছেলে। পেশায় সে একজন সিএনজি চালক। এ ব্যাপারে গত ২৪ জুন বৃহস্পতিবার শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাদল তার সিএনজি নিয়ে উপজেলার বি-ব্লক ক্যান্টনমেন্ট এলাকা থেকে লাটোবাড়ি স্ট্যান্ডে যাওয়ার পথে বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে ভোলাবাড়ী স্ট্যান্ডে যাওয়া মাত্রই পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া গ্ৰামের মৃত আব্দুল জোব্বারের ছেলে কুরবান আলী (৪৫), বাদশা মিয়ার ছেলে মোঃ বাদল (৩২), মৃত্যু দিলবর রহমানের ছেলে ওয়াসিম আলী (৩৫), এবং মৃত্যু লোকমান আলীর ছেলে মোঃ আব্দুল হান্নান (৩৮) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে সিএনজি চালক আব্দুল হালিম (বাদল)কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে বেধড়ক মারপিট করে এবং সিএনজি মেরামতের জন্য তার পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে আহত বাদলকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাদলের অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে বলে। বর্তমানে আহত বাদল (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে । এ ঘটনায় আহত বাদলের স্ত্রী আসমা খাতুন (২৫) বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।এ ব্যাপারে জানতে চাইলে
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন,থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।