মোঃ নাছির আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাচাউন (যাত্রাপাশা) গ্রামের কচুক্ষেত থেকে একটি অজ্ঞাত নামা মানবদেহের কর্তিত একটি পা ও দুটি হাত উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর পুলিশ ফাঁড়ির এসআই কাশি শর্মাকে স্থানীয় একজন ফোন করে মানবদেহের কর্তিত অংশের সংবাদ দিলে কাশি শর্মা শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালিককে বিষয়টি জানালে তিনি এবং শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র এএসপি শহীদুল হক মুন্সী, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ও এসআই রাকিব, ডিএসবির এসআই হাফিজুর রহমান, ডিএসবির এএসআই আব্দুল লতিফ ও পিবিআই সদস্য বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ১ নং মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাচাউন (যাত্রাপাশা) গ্রামের জনৈক মাখন দেবের কচুক্ষেত থেকে অজ্ঞাতনামা এক মানবদেহের একটি পায়ের অংশ এবং হাতের দুটি অংশ একটি একই গ্রামের গৌরাঙ্গ দেবের বাড়ির বাঁশঝাড়ের নিচে এবং অপরটি গৌরাঙ্গ দেবের ভাই দুর্গেশ দেবের বাড়ির বাঁশঝাড়ের নিচ থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, মূল মানব দেহটি এখনো উদ্ধার করা হয়নি তবে পুলিশ সূত্রে জানা গেছে পার্শ্ববর্তী জেলায় ওয়ারলেস যুগে সংবাদ প্রদান করা হয়েছে।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালিক মানবদেহের খন্ডিতাংশ উদ্ধারের ব্যাপারে বলেন লাশ এর খন্ডিত অংশ ডিএনএ টেস্টের জন্য ফ্রীজাপ করে রাখা হয়েছে এবং ওয়ারলেস যুগে আশপাশের জেলাতে খণ্ডিত লাশের সন্ধান পেলে আমাদেরকে অবহিত করার জন্য বলা হয়েছে।